July 23, 2025, 11:02 pm
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের রুহের মাগফিরাত ও সুস্থতা কামনায় বুধবার বিকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির এবং কপোতাক্ষ মার্কেট চত্বরে পৌরসভা বিএনপি এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, আসাদুজ্জামান খোকন, আসাদুজ্জামান ময়না, আবু মুছা সরদার, বিএম আকিজ উদ্দিন, গোলাম রব্বানী, এসএম শামসুজ্জামান জামান, আসাদুজ্জামান মামুন, রাসেল হুসাইন, মুনসুর গাজী, মিজানুর রহমান, মজিদ মিস্ত্রি, আবু হানিফ, সুফিয়ান গোলদার, সুমন গাজী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান কেরামত, বাচ্চু, আমিন উদ্দিন, জাহিদ হাসান, মুস্তাকিম গাজী, আরিফ হোসেন, জাকারিয়া ভুট্ট, ওসমান, সালাম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, জিয়াউল ইসলাম, খন্দকার রফিকুল ইসলাম, হাসানুর রহমান, আব্দুল মান্নান, শাহ আলম, শফি ও আল আমিন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মুছা সরদার।
অপরদিকে পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও পৌর বিএনপি নেতা এসএম মোহর আলীর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী নেয়ামুল হুদা কামাল, আতাউর রহমান, জিয়া উদ্দিন নায়েব, মতলেব গাজী। নবনির্বাচিত ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী গাজী, রুহুল আমিন সরদার, বেলাল হোসেন, মনিরুল ইসলাম মন্টু, রুবেল সরদার, আনারুল ইসলাম গাজী, আব্দুল করিম গাজী, শাহাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, তুষার সরকার, বাবু মন্ডল, ডাঃ শাহাবুদ্দিন, মোশাররফ হোসেন বাবলু, জিএম জাকির হোসেন মিন্টু, অ্যাডভোকেট সুবেহ সাদিক, শাহিনুর রহমান, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, মামুন, কাইয়ুম সরদার, আল আমিন মোড়ল, আসাদুজ্জামান, ওবায়দুল ইসলাম ডালিম, রাসেল শেখ ও রাজু গাজী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হুমায়ুন কবির।