July 24, 2025, 10:54 pm
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’ এর আওতায় উপজেলার ৩৬ জন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীর মাঝে মাধ্যমিক পার্যায়ের ১০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার করে টাকা অনুদান সহ সনদ ও ক্রেস্ট বিতরণ করেছেন।
বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে ও লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, শিক্ষার্থী ফারহাদুল কবীর ফাহিম ও আর্নিকা তাবাসুম প্রমুখ। সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ও সম্মাননা ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।