July 23, 2025, 4:18 pm
ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। মৃত নারীর নাম আনচি খাতুন। জানাগেছে, বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জের বাবরা রেলগেট সংলগ্ন খামারমুন্দিয়া মাঠ এলাকায় চলন্ত সিমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আনচি খাতুন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে অসাবধানতাবশত রেললাইনের ওপর চলে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আতিকুর রহমান
ঝিনাইদহ।।