July 24, 2025, 10:39 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
দোয়ারাবাজারে আবু হেনা আজিজকে সংবর্ধনা তা-বেদারি নয় ত্যা-গের রাজনীতি চাই: চরমোনাই পীর সাহেব গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মি-থ্যা মা-মলা প্র-ত্যাহারের দাবিতে বিক্ষো-ভ কুমিল্লায় দঃজেলা বিএনপির উদ্যাগে গন মিছিল ও বিক্ষো-ভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈ-ষম্যের প্র-তিবাদে তারাগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের মা-নববন্ধন  মি-থ্যা অভি-যোগে থানায় মা-মলা দেয়ার পা-য়তারা প্র-তিবাদে বিএনপির একাংশ রংপুর ও নীলফামারী আদালতে ২টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দা-য়ের ঝিনাইদহের শৈলকুপা তী-ব্র ভা-ঙনে কয়েকটি গ্রাম বি-লীন হতে চলেছে গাজনার বিলে অভি-যানে ৪ লাখ টাকার অ-বৈধ চায়না জাল জ-ব্দ সিটি গভর্ন্যান্সে দেশের সেরা চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা.শাহাদাত
গোদাগাড়ী পৌরভবনের সামনে শতাধিক পরিবার পা-নিবন্দি হয়ে মা-নবেতর জীব-নযাপন

গোদাগাড়ী পৌরভবনের সামনে শতাধিক পরিবার পা-নিবন্দি হয়ে মা-নবেতর জীব-নযাপন

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভা ভবনের সামনে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অতিবৃষ্টিতে এ গোদাগাড়ী পৌরভবনের সামনে ৬ নং ওয়ার্ডে শ্রীমন্তপুর মহল্লায় হঠাৎ ঘর বাড়ীতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। বসবাস করার অযোগ্য হয়ে পড়েছে।

ভুক্তভোগীগণ চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। গরু, ছাগল, হাঁস মুরগীনিয়ে বিপাকে পড়েছেন। টয়লেটের মলমূত্র পানির সাথে বাড়ীতে রাস্তায় প্রবেশ করে পঁচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং মানুষ সহ্য করতে পারছেন না। সেনিটেশন ব্যবস্থা খুবই খারাপ। পৌরসভার অনেক রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা চিত্র একই। এ পৌরসভার বেশ কয়েকটি রাস্তার বেহালদশা। ৭ নং ওয়ার্ডের একটি রাস্তা, ১ নং ওয়ার্ডর গড়েরমাঠ থেকে তালতোলার রাস্তাটি টানা বর্ষণের ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সাবেক কাউন্সিল, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, ৬ নং ওয়ার্ডের শ্রীমন্তপুর মাহল্লার ৮ টি হিন্দু পরিবারসহ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন, গরু, ছাগল, হাঁসমুরগি নিয়ে বিপাকে পড়েছে এলাকাবাসী । এলাকাবাসী বেশ কয়েকদিন হতে পানিতে ডুবে আছেন এ ব্যপারে ভুক্তভোগীরা পৌরসভায় একাধিকবার যোগাযোগ করে কোন প্রতিকার পাননি। টয়লেটের মল পানির সাথে বাড়ীতে রাস্তায় ডুকে পড়ে দুর্গগন্ধের সৃষ্টি করেছে। বিগত দিনে কিছু প্রভাবশালী ব্যক্তি টয়লেটের হাউজ, সোকয়েল করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করেছে। দীর্ঘ একযুগ ধরে পৌরসভার সচিব ও পৌরসভার প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন সারেয়ার জাহান মুকুল, তিনি পৌরসভার সব এলাকার খবর রাখেন। সাথে লোকজন একাধিকবার যোগাযোগ কোন প্রতিকার পচ্ছেন না। তিনি আরও বলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু কোন লাভ হয় নি। আমরা এলাকার কিছু শ্রমিক নিয়ে নিজ উদ্দোগ্যে আজকে কাজ করেছি, চেষ্টা করছি।

পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আব্দুল মান্নান (৭০) পানিতে লুঙ্গি উচ্চু করে ধরে, ছাতা বগলে নিয়ে, গামছা মাথায় দিয়ে পানি দাঁড়িয়ে এ প্রতিবেদকের সাথে, তিনি কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন, ১০ দিন থেকে আমরা পানিতে ডুবে আছি। দেখার যেন কেউ নেই। কমিশনার না থাকার কারণে সরকারি লোকজন আমাদের কথা শুনছেন না। জরুরী ভিক্তিতে দুর্গন্ধযুক্ত পানি নিস্কাশনের ব্যবস্থা করে আমাদের বাঁচানোর জোর দাবী জানাচ্ছি।

ভুক্তভোগী শ্রী মানিক চাঁদ (৬০) ও শ্রী প্রভাস (৬২) জানান, আমরা বেশকিছু দিন থেকে পানিবন্দি হয়ে বড় বিপদে পড়েছি। আগে কাউন্সিলার এর সাথে যোগাযোগ করতাম। এখন তার কাছে গেলে সরকার আমাদের বাদ দিয়ে দিয়েছে। আমরা আর কাজ করতে পারছিনা। আমরা কিভাবে মুক্তি পাব ভগমান জানেন। মৃত. মিরসাদ আলীর ছেলে মিলন (৪০) জানান ১০/১২ দিন থেকে পানিতে ডুবে আছি। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে লাভ হচ্ছ না।

গোদাগাড়ী পৌরসভার সচিব ( ভারপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলীর দায়িত্বে থাকা সারোয়ার জাহান মুকুলে মোবাইল করে পাওয়ায় ভুক্তভোগিদের ছবি দিয়ে ম্যাসেজ পাঠিয়ে বক্তব্য পাওয়া যায় নি।

উপজেলার মোহনপুর ইউনিয়নের পালশা গ্রামের রাস্তাটি সামান্য বৃষ্টিতে রাস্তায় জমে হাটু পরিমান পানি। বৃষ্টি কৃষি কাজের জন্য উপকারী, জনজীবনে স্বস্তি দিলেও কিছু জায়গায় তৈরি করে জনদুর্ভোগ। যদিও এর দায় বৃষ্টির নয়, মানুষের। স্বস্তির বৃষ্টি উপজেলার মোহনপুর ইউনিয়নের পালশা গ্রামের মানুষের দুর্ভোগ কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াত করার প্রধান রাস্তা বৃষ্টি শুরু হলে বর্ষাকালে হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে যানবাহন, ভ্যান, সাইকেল, বাইক, মানুষ, শিক্ষার্থীগণ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলাকাবাসী জানান এ রাস্তা পাঁকা করার জন্য মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী নিকট অনেকবার যোগাযোগ করেছেন এবং প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।

এ ব্যাপারে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ খাইরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু রাস্তা কাঁচা আছে। এগুলি সামান্য বৃষ্টির পানিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। আগামীতে এ রাস্তা গুলি অগ্রাধিকার ভিক্তিতে মেরামত করা হবে বলে জানান এ জনপ্রতি।

দিকে গোগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
ফরাদপুর গ্রামের সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে একটি মারাত্মক জনদুর্ভোগের হচ্ছেন। ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে অত্যন্ত কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিপাতেই পুরো রাস্তাজুড়ে কাঁদা-পানি জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পথচারী, বিশেষ করে স্কুলগামী শিশুরা এবং বৃদ্ধরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ রাস্তা মূল সড়ক থেকে মাত্র ২০০ মিটার দূরে এবং এই পথ দিয়েই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিদিন যাতায়াত করে থাকে। রাস্তার বেহাল অবস্থার কারণে শিশুদের বিদ্যালয়ে যাওয়া-আসা কঠিন হয়ে পড়েছে, অনেক সময় দুর্ঘটনারও আশঙ্কা দেখা দিচ্ছে।

গোগ্রাম ইউনিনের হরিনবিসকা এলাকার ভৃক্তভোগি রানা দেওয়ান বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও এ রাস্তায় কোন উন্নয়নের ছোঁয়া লাগে নি। উন্নয়ন বৈষম্যের স্বীকার গ্রামের মানুষ। যাতায়াত করার প্রধান রাস্তা বৃষ্টি শুরু হলে বর্ষাকালে হাঁটাচলার অনুপযোগী হয়ে ওঠে। রাস্তায় জমে হাটুপরিমান পানি ও কাঁদা। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উদ্ধোর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এলাকাবাসী এই রাস্তাটি জরুরীভাবে সংস্কারের পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট চেয়ারম্যানের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।
গোগ্রাম ইউনিনের চেয়ারম্যান সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি তাই বক্তব্য পাওয়া যায় নি।

মোঃ হায়দার আলী
রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD