July 22, 2025, 11:29 pm
প্রেস বিজ্ঞপ্তি।।
অদ্য ২২.০৭.২০২৫খ্রি. তারিখে উপজেলা প্রশাসন, মিঠাপুকুর, রংপুর এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সমন্বয়ে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে- মেসার্স সঞ্চিতা ফিলিং স্টেশন, জায়গীর হাট, মিঠাপুকুর, রংপুর প্রতিষ্ঠানকে প্রতি ১০ লিটার ডিজেলে ১৩০ মি:লি: কম প্রদান করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর ২৯/৪৬ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।