July 23, 2025, 4:38 am
প্রেস বিজ্ঞপ্তি
রংপুর আদালতে ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ২২ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, রংপুর বরাবর মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
০১। মোঃ মোস্তাফিজার (৩৬), মেসার্স মাহি মায়ের দোয়া বেকারী, লাহিরীরহাট, সদর, রংপুর; পণ্য- ব্রেড ও কেক;
০২। বিপ্লব কুন্ডু (৫১), মেসার্স ননী গোপাল মিস্টান্ন ভান্ডার, উপজেলা রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি
০৩। মোঃ সোহেল মিয়া (৪২), মেসার্স নিউ ঈগলু আইসক্রিম ফ্যাক্টরী, এলএসডি রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম
০৪। মোঃ জমশেদ আলী জুয়েল (৪২), মেসার্স ফুজি আইসক্রিম ফ্যাক্টরী, এলএসডি রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম
০৫। পুলক কুন্ডু (৫৫), মেসার্স শান্তি মিষ্টান্ন ভান্ডার, বড় মসজিদের বিপরীতে, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই)
০৬। মোঃ মামুনুর রশীদ, মেসার্স মামুন সুইটস, মীর মার্কেট, হাসপাতল রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই)
০৭। মোঃ গোলাম রব্বানী (৫০), মেসার্স সাগর দইঘর, উত্তর শেখপাড়া, মডার্ন মোড়, মহানগর, রংপুর; পণ্য- ফার্মেন্টেড মিল্ক (দই)
০৮। মাহাফুজ (৩৫), মেসার্স মেহনাজ ফুডস প্রোডাক্টস, শেখপাড়া, আলামীন বাজার, মহানগর, রংপুর; পণ্য- ফার্মেন্টেড মিল্ক (দই)
০৯। মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৮), মেসার্স প্রাইড কসমেটিকস এন্ড কোম্পানী, আরাজী তামপাট, নগরমীরগঞ্জ, তাজহাট, মহানগর, রংপুর; পণ্য- লাচ্ছা সেমাই, সরিষার তেল ও লন্ড্রিসোপ
১০। মোছাঃ মাহমুদা খাতুন (৩৭), মেসার্স এংরি বার্ডস, মন্ডলপাড়া, রবার্টসনগঞ্জ, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
১১। রবিউল ইসলাম (৫৫), মেসার্স ভাই বোন আইসক্রীম ফ্যাক্টরী, জিএলরায় রোড, আঙ্গুরমিয়ার ব্রীজ সংলগ্ন, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
১২। আসিফ মাহমুদ (৪৩), মেসার্স নিউ বনফুল আইসক্রীম কেজি মার্কেট, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
১৩। মোঃ তৌহিদুল হক (৩৫), মেসার্স এংরি বার্ডস-১ আইসক্রীম ফ্যাক্টরী, রবার্টসনগঞ্জ, মন্ডলপাড়া, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
১৪। মোঃ মোরশেদুল হক (৫০), মেসার্স নিউ পপি আইসক্রীম ফ্যাক্টরী, ডাঙ্গীপাড়, মাস্টারপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
১৫। তোফায়েল আহমেদ (৭০), মেসার্স ফুজি আইসক্রীম, কেজি মার্কেট, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।