July 22, 2025, 11:13 pm
হারুন অর রশিন।।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নার গাও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা বিএনপির কার্যালয় থেকে
উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু”র স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। মান্না’র গাও ইউনিয়ন বিএনপির কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছে
মান্নার গাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল আলীম, তারেক আজিজ,মুজিবুর রহমান, আলা উদ্দিন, আইয়ুব আলী, আব্দুল গফুর খান, গৌছ আলী, মকবুল হোসেন, আবু বক্কর প্রমুখ।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনায় দলীয় লোকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন ও জানিয়েছেন। বিএনপি ও সহযোগী সংগঠন সম্মিলিত ভাবে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।