July 22, 2025, 11:11 pm
আরিফুর রহমান, মাদারীপুর।।
জাতীয় স্বার্থে ‘জুলাই চেতনা’র বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার দাবিতে মাদারীপুরে পালিত হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে মাদারীপুরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে এ উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “এই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ ইনসাফভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠা। জনগণের অধিকার রক্ষায় ইসলামী যুব আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে। সবাইকে দেখে ফেলেছেন—আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—সবাইকে দেখা শেষ, এবার একবার ইসলামকে বিজয়ী করে দেখুন। ইসলামী শক্তির বিজয় হলে এই দেশের সকল ধর্মের মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করব ইনশাআল্লাহ।
সব মার্কা দেখা শেষ। আগামী নির্বাচন হবে ইসলামের বাংলাদেশ। দেশের আজ চাঁদাবাজি আর লুটতরাজ বেড়ে গেছে। একমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়ন হলেই এইসব বন্ধ হবে। ইসলামই পারে শান্তি ও মুক্তির পথ দেখাতে। তাই একবার ইসলামকে ক্ষমতায় এনে দেখুন—আপনাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে আগামীতে আমরা ভোটের পরীক্ষায় অংশই নেব না।”
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আরো উপস্থিত ছিলেন—
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ
কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস. এম. আজিজুল হক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম
জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ক্বারী মুহাম্মাদ ইব্রাহীম খলীল
ইসলামী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলার সভাপতি হাফেজ মুহাম্মাদ জাহিদুল ইসলাম
ইসলামী শ্রমিক আন্দোলন, মাদারীপুর জেলার সভাপতি মুহাম্মাদ বশির উদ্দিন
ইসলামী যুব আন্দোলন, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন
বক্তারা বলেন, একটি কল্যাণমূলক, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়তে হলে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনকে আরও গতিশীল করে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধ নিয়ে জনতার সামনে হাজির হওয়ার আহ্বান জানান নেতারা।
আরিফুর রহমান
জেলা প্রতিনিধি, মাদারীপুর।।