July 22, 2025, 10:14 pm
স্টাপ রিপোটার, টাঙ্গাইল :-
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজাসহ গ্রেফতার হয়েছেন মো: সাহেব আলী মণ্ডল (৬৫) নামের একজন।
উপজেলার খানুবাড়ী এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতেও মো: সাহেব আলী মণ্ডলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২০০৮ ও ২০১৭ সালে দুটি মামলা ছিলো। সাহেব আরী মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এই ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা ওসি একেএম রেজাউল করিম বলেন, মাদকসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
এবিষয়ে ভুঞাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান জানান গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে মোঃ সাহেব মন্ডল (৬০) নামের একজন মাদকসেবিকে আটক করা হয়। গাঁজা সেবনের সরঞ্জামাদি এবং উদ্ধারকৃত ৫ পুরিয়া গাঁজা জব্দ করে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।