July 23, 2025, 10:55 pm
বরগুনা প্রতিনিধি।।
বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন সম্পন্ন হয়েছে ২১ শে জুলাই রোজ সোমবার বিকাল ০৩ ঘটিকার সময় নিজস্ব কার্যালয়ের শ্রী শ্রী রতন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত কমিটির সম্পন্ন হয় সভানেত্রী মিসেস কাসপিয়া তালুকদার এবং সাধারণ সম্পাদিকা মিসেস কল্পনা রানী নির্বাচিত হয়েছেন,অন্যান্য কমিটির সদস্যরা হলেন সহ-সভানেএী মিসেস পূজা বিথী হাওলাদার,যুগ্ম সম্পাদিকা শিরীন সুলতানা, কোষাধ্যক্ষ মিসেস চান্দা ওয়েন ও প্রচার সম্পাদিকা শিমা রানী প্রমূখ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী শ্রী রতন কুমার বিশ্বাস,মো: হুমায়ুন কবির ও মি:সুবাস হাওলাদার। উল্লেখিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী ০৩ বছর দায়িত্ব পালন করিবেন। উক্ত ফাউন্ডেশনে মোট সদস্য সংখ্যা ৩৫ জন।
বরগুনা প্রতিনিধি।।