July 21, 2025, 8:22 pm
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।
নেছারাবাদে বেপরোয়া দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো: আব্দুল মান্নান হাওলাদার(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুনিয়ারি ব্রীজের উত্তর পাশে রাস্তা ক্রসিং এর সময় পেছন থেকে এসে বৌগাড়িটি সজোরে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তার উপর পড়ে গিয়প মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সেই বৌগাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় পথিমধ্যে তিনি মারা যান।
২১জুলাই রোজ সোমবার নেছারাবাদ উপজেলার কুনিয়ারিতে, বরিশাল স্বরূপকাঠি মহাসড়কে ঐ দুর্ঘটনা ঘটে। আব্দুল মান্নান ৩নং স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাজেদ মেম্বার এর বড় ভাই ও আসমান আলীর বড় ছেড়ে।
স্থানীয় এক বাসিন্দা জানান, আব্দুল মান্নান সকাল ১১টার সময় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে এসে বৌগাড়িটি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে যায় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে সে মারা যায়।
নিহত আব্দুল মান্নান এর ছেলে সোহাগ জানান, বাবা বাসা থেকে রাস্তায় বের হয়। এমন সময় পিছন থেকে এসে একটি দ্রুতগামির বৌগাড়ী ধাক্কায় দেয়। এতে তার পিতা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, আমি একটু বাহিরে আছি। ড্রাইভার এবং গাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।