July 21, 2025, 5:15 pm
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সোমবার (২১ জুলাই) উল্লাপাড়া পৌরশহরের চোখের আলো চক্ষু হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রতীতি প্রিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ক্লিনিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অপারেশন পরিচালনা বা চিকিৎসা সেবা কার্যক্রমের কোন অনুমোদন দেখাতে পারননি হাসপাতাল কতৃপক্ষ। পরে হাসপাতালের মালিক হাফিজুর রহমান বাবলুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না নিয়ে ওই ক্লিনিকে পরীক্ষামুলক বা অন্য কোন ধরনের অপারেশন কার্যক্রম পরিচালনা না করার জন্য ৫০ হাজার টাকা মুল্যের বন্ডে মুচলেকা দেন ক্লিনিক মালিক। এ অভিযানে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পাশ্ববর্তী ঢাকা ক্লিনিকেও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়, তবে এ ক্লিনিকে কোন ক্রটি পায়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট।