যশোরের বাগআঁচড়ায় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

আজিজুল ইসলাম,যশোরঃ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে বাগআঁচড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মেদ আলী শাহিন, জামাল উদ্দীন ও রুহুল আমিন,সহ সংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও আনোয়ার হোসেন বাবু,
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার নাসিম জামান রিফাত,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,স্বর্নিভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা,
কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,
সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন সদস্য সচিব সেলিম হোসনে আশা,যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান সহ বাগআঁচড়া ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির নেতৃবৃব্দরা।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানান। তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে ভেদাভেদ ও কোন্দল ভুলে সকলে এক হয়ে আগামী আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *