July 19, 2025, 6:51 pm
জিল্লুর রহমান সাগর
মাগুরা প্রতিনিধি।।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে মাগুরায় ১০ জন জুলাই শহীদকে স্মরণ করে ১০টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোছা. মিনা মাহমুদা। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁরা স্মৃতির প্রতীক হিসেবে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং ১০ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।