July 19, 2025, 5:21 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে নানা কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ মোঃ রিদওয়ান হোসেন সাগরের প্রথম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৯ জুলাই) সকালে নগরীর ত্রিশাল বাস স্ট্যান্ড মোড়ে স্থাপিত শহীদ সাগরের মোর্যালে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদ সাগরের পিতা, প্রশাসন,সহযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, গণমানুষ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই একযোগে সাগরের আত্মত্যাগকে স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহে শহীদ হন সাহসী তরুণ রিদওয়ান হোসেন সাগর। তার মৃত্যু দেশের তরুণ সমাজে ব্যাপক সাড়া ফেলে এবং গণআন্দোলনে নতুন গতি সঞ্চার করে।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, “সাগরের আত্মদান বৃথা যেতে পারে না। আমাদের সকলকে তার আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করতে হবে।”