July 19, 2025, 9:53 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নং মাধবপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রবীন্দ্রনগরে অবস্থিত আল আকসা জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ।
শনিবার (১৯ জুলাই ২০২৫) বেলা ১১টার দিকে তিনি মসজিদ এলাকায় উপস্থিত হয়ে নির্মাণাধীন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার প্রতিটি এলাকার উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত সরেজমিনে গিয়ে পরিদর্শন করে যাচ্ছেন।
৩ নং ওয়ার্ড রবীন্দ্রনগর এলাকার বাসিন্দারা ইউএনও ফারুক আহমেদের এ আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “আমাদের এলাকার মসজিদের চলমান কাজ দেখার জন্য তিনি নিজে এসে দেখেছেন, এটা আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”