হাসিনা নিজেই মুজিববাদের ক-বর দিয়েছেন – শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নাজিম উদ্দিন রানা:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মুজিববাদের কবর দিতে হলে গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই। মুজিববাদের কবর মুজিববাদই দিয়েছে। ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ সালে এবং গত ১৭ বছর ধরে শেখ হাসিনা নিজেই মুজিববাদের কবর দিয়েছেন। আমাদের-আপনার আন্দোলনের মাধ্যমেই মুজিববাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, সকালবেলা যদি ইউএনওর গাড়ি, পুলিশের গাড়িও নিরাপত্তাহীনতায় পড়ে, তাহলে পরবর্তী কর্মসূচি বা পদক্ষেপ কেমন হবে, তা নিয়ে গভীরভাবে ভাবা উচিত। এই পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা বিএনপির আয়োজনে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগে সবাই হাসিনার সঙ্গে পালিয়ে যায়নি। অনেকেই অন্তত গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। গত এক বছর ধরে গোপালগঞ্জ সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে। ৫ আগস্টের পর সেনাবাহিনী সেখানে গিয়ে হামলার শিকার হয়েছে। তাদের সাজোয়া যানে আগুন দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর বর্বর হামলা চালিয়েছে, অস্ত্র হাতে মিছিল করেছে এবং প্রশাসনকে উপেক্ষা করেছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু,সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *