July 18, 2025, 7:56 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে হত্যা, খুন, ধর্ষণে, ছিনতাই, ডাকাতি চুরি,ডাকাতি, লুটপাট, জমি জবর-দখলের সময় হামলা-মামলার প্রকৃত অপরাধীকে সহজে আইনের আওতায় আনতে নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি টিভি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম এসব সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করেন।
এসময় উদ্বোধনী বক্তব্যে তিনি জানান- ছিনতাই, হত্যা, খুন, ধর্ষণে, ছিনতাই, ডাকাতি চুরি,ডাকাতি,
,মাদক কারবারি,কিশোরগ্যাং, লুটপাট, জমি জবর-দখলের সময় হামলা-মামলার বিষয়ে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থার দারস্থ হলে প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে থাকে। অপরদিকে সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিনা অপরাধে কাউকে আসামি করা থেকে মুক্তি দিতে পারে আর আসল অপরাধীকে সহজেই ধরতে সহযোগীতা করে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে ও নিরপরাধ নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি দিতে নগরীকে সিসি ক্যামেরার আনা হচ্ছে।
বক্তব্যে কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ক্যামেরা গুলোর এই জন্য লাগানো হলো যাতে খুব সহজে অপরাধীদের সনাক্ত করা যায়। শহরের গুরুত্বপুর্ণ স্থান গুলোতে সিসি ক্যামেরা প্রয়োজন৷ পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন এর সকল জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি আরো বলেন-এই সিসি ক্যামেরা উদ্বোধন করার ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। এর ফলে, অ’প’রা’ধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
এসময় তিনি সমাজের সকল পেশার প্রতিনিদের নিয়ে ময়মনসিংহ নগরীর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।