July 18, 2025, 5:30 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নলছিটি রানাপাশা ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫ :০০ টায় রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান,সাধারণ, সম্পাদক নেছাহাব আলী কামরুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম সজল , সদস্য সচিব উজ্জ্বল খান, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, নেতা মোস্তফা কামাল,ফিরোজ মুন্সী, ছাত্রনেতা হাসিব বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে কোন একটি সংসদীয় আসন তারা আজ পর্যন্ত পাইনি তাদের মুখে তারেক জিয়াকে নিয়ে আলোচনা মানায় না।
বক্তারা আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব রাজপথে থেকে দেওয়া হবে।