সবুজে স্বপ্ন,পরিচ্ছন্নতায় প্রতিজ্ঞা:কদম মোবারক স্কুলে পরিবেশযাত্রা

শহিদুল ইসলাম,

নিজস্ব প্রতিবেদকঃ

পরিবেশ রক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কদম মোবারক সিটি কর্পোরেশন স্কুলে অনুষ্ঠিত হলো “ক্লিন বাংলাদেশ” শীর্ষক বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী। বিশেষ অতিথির আসনে ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দীন আলী নুর।

প্রধান অতিথি মারুফুল হক চৌধুরী বলেন,“পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা শিশুদের মনে ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। গাছ লাগানো ও পরিচ্ছন্নতার অভ্যাস তাদের ভবিষ্যতের জন্য একটি উন্নত নগরী নির্মাণে সহায়ক হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন,“বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ গঠনের অন্যতম মাধ্যম। এ ধরনের কর্মসূচি তাদের চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

পরে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা একযোগে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন এবং স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরিবেশবান্ধব এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়েছে। ভবিষ্যতে নগরবাসীর মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে এমন কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *