July 17, 2025, 9:20 pm
আজিজুল ইসলাম বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : শার্শার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিপুল পরিমান চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল হিজলী, কাশিপুর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, চকলেট, জিরা, খাদ্য সামগ্রী, ঔষধ, কীটনাশক, মোবাইল, মোবাইল চার্জার, হেডফোন, চার্জার লাইট, ব্যাটারী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। যার সিজার মুল্য ছেচল্লিশ লক্ষ তেইশ হাজার পাঁচশত টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবিথর বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান চলমান থাকবে বলে তিনি জানান।