July 16, 2025, 9:57 pm
সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সলঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আয়োজনে গতকাল বুধবার বাদ আছর ডাক বাংলো হতে একটি মিছিল বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।শেষে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়। সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনে জামায়াতের মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,শায়খ ড. মাও: আব্দুস সামাদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা ছাত্র শিবির সভাপতি মহসিন,জেলা ছাত্র শিবির নেতা আব্দুল্লাহ,সলঙ্গা থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি আনিছুর রহমান,হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাও: রাকিবুল ইসলাম,সলঙ্গা থানা জামায়াত কর্ম পরিষদ সদস্য মাও: আব্দুর রহমান,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াত নেতা এ বি এম আব্দুস ছাত্তারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।