ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ ১৬ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লা টাউনহল মাঠ থেকে এক গণমিছিল বের করে। কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা অংশ গ্রহণ করে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, নগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোহাম্মদ মোশাররফ হোসাইন ও এ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, অফিস সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য সৈয়দ মোতাহার আলী দিলাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান সহ নগর জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। গণমিছিলের আগে কুমিল্লা টাউনহল মাঠে সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে গণমিছিল টউনহল মাঠ থেকে বের হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ হয়ে ছাটিপট্টি গিয়ে শেষ হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *