July 16, 2025, 9:31 pm
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ ১৬ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লা টাউনহল মাঠ থেকে এক গণমিছিল বের করে। কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা অংশ গ্রহণ করে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, নগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোহাম্মদ মোশাররফ হোসাইন ও এ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, অফিস সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য সৈয়দ মোতাহার আলী দিলাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান সহ নগর জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। গণমিছিলের আগে কুমিল্লা টাউনহল মাঠে সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে গণমিছিল টউনহল মাঠ থেকে বের হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ হয়ে ছাটিপট্টি গিয়ে শেষ হয়।