July 16, 2025, 9:35 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে জুলাই শহিদ দিবস-২০২৫ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সওয়ারদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, বৈষম্য বিরোধী আন্দলোনের ছাত্রনেতা ফারদিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শহীদ আহত পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।
সবশেষে উপজেলা মডেল মসজিদ ঈমামের দোয়ায় জুলাই আন্দোলনে আহত ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে শেষ হয় স্বরণ সভা।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী