July 16, 2025, 9:21 pm
রাসেল শেখ,
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে অটোষ্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় আসামী ভূমিদস্যু ইসলাম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধনে বক্তব্য এসব দাবী করেন।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলার সদর উপজেলা বাঘের বাজারে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তাতারা বলেন, ইসলাম উদ্দিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীদের সাথে মিলে বাঘের বাজার এলাকার সাধারণ নিরীহ মানুষের জমি দখল করেছে। তাঁর নেতৃত্বে একটি চক্র বাঘের বাজার ও আশপাশের এলাকায় ভূমি দখল এবং অটোস্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে অটোস্ট্যান্ড থেকে তার লোকজন চাঁদা তুলতে আসলে চালক ও এলাকাবাসী তাদের বাধা দেয়। এসময় নিরীহ এক অটোচালককে মারধর এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী দেলোয়ারকে তার (ইসলাম উদ্দিনের) দোকানে আটক করে নির্যাতন করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রবিবার (১৩ জুলাই) দেলায়ার হোসেন বাদী হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এদিন ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে আটক করে জেল হাজতে পাঠায়।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা অরো বলেন, ইসলাম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগীরা চাঁদাবাজি করছিল। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল অটোস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে অবস্থান নিয়েছি। তার এসব অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ জানালে তার লালিত বাহিনীর সদস্যরা আমাদের নিরীহ চালকদেরকে হামলা ও মারধর করে। তারা মামলার প্রধান আসামী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনসহ অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের দাবী জানান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তৌহিদ আহমদে বলেন, ইতোমধ্যে ওই মামলার দুই নম্বর আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সে এখনো কারাগারে রয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।