July 17, 2025, 2:24 am
শেখ তৈয়ব আলী খুলনা।
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরলেন আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খুলনায় এক জরুরি প্রেস ব্রিফিং করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯ টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আজ আমার ভাইদের উপর হামলা করেছে আওয়ামী দোসররা। মুজিববাদী আওয়ামী লীগ একটি জঙ্গি গোষ্ঠী—এটি আজকের হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। কিন্তু গোপালগঞ্জে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যদি প্রশাসন শুরু থেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে এমন ঘটনা ঘটত না। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নয়—তবুও কেন নিরাপত্তা দেয়া হলো না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”
প্রেস ব্রিফিংয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।