July 16, 2025, 10:38 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী চাঁদাবাজসহ অবৈধ দখলদারদের ১০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-১।মোহাম্মদ নাসির উদ্দিন (৩৩), ২।রাজিব (২৬), ৩।বাবু শ্রী শংকরদের (৪৭), ৪। হান্নান প্রামানিক( ৪২),
৫। সুমন ইসলাম (১৯), ৬।আল ইসলাম (২২), ৭।ইসমাইল হোসেন বাবু (২১), ৮।রবিউল আউয়াল (১৯), ৯। হালিম বাবু (২৬), ১০।মোঃ আব্দুল আউয়াল বাবলু (২২)।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান সাহেব বলেন, মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫ইং) দিবাগত রাতে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) স্যারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকায় থেকে সন্ত্রাসী চাঁদাবাজসহ ১০ জনকে গ্রেফতার করে বুধবার (১৬ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, অভিযান চলমান রয়েছে, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।