July 17, 2025, 2:48 am
এম এ আলিম রিপন, সুজানগর : বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেছেন, ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বুধবার বেড়া উপজেলা বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কাজিরহাট ঘাট(বাসস্ট্যান্ড) মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে তিনি আরো বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ন করার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তাতে যুক্ত হয়েছে একটি দল। তারা যুগ যুগ ধরে আওয়ামীপন্থী ও পার্শ্ববর্তী দেশের পন্থী। তারাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে। কারা এসব করছেন তাদের পরিচয় আমরা জানি। ১৯৫২,১৯৬৬,১৯৬৯,১৯৭১,১৯৮৬ সালের নির্বাচন এবং ১৯৯৬ সালের নির্বাচনের কথা যদি বলি প্রত্যেকটা নির্বাচনের সময় তারা লোভী হয়েছে এবং লোভের বলি তারা হয়েছে। আবারো আমরা আজকে নতুনভাবে দেখতে পাচ্ছি তারা লোভে পড়েছে, তারা যদি এই পথ থেকে সরে না আসে তাহলে আবারো তাদের দলকে খেসারত দিতে হবে। বাংলার মানুষ কখনও লোভীকে প্রশ্রয় দেয়না। বাংলার মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। তিনি বলেন, গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও অবমাননাকর বক্তব্য সহ্য করা হবেনা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান টার্গেট হওয়ার কারণ হলো- তিনি ১০ হাজার মাইল দূরে থেকে দেশের মানুষকে সংগঠিত করছেন। গ্রামাঞ্চল থেকে শহর এবং শহরাঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি মানুষকে সংগঠিত করেছেন। এ জন্যই কয়েকটি রাজনৈতিক দলের যত প্রতিহিংসা। তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি, এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। বিএনপি বৃহৎ পরিবার, বিভিন্ন জায়গায় অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে, তবে এসব জানার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের প্রতি কোনো উসকানির মুখে প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ‘আধিপত্যবাদী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই পছন্দ করে না। কারণ, তারা জানে জাতীয়তাবাদী শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না।
বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সামছুর রহমান সমেজের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপলো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ন সাদারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনি,সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান,সাবেক সহ সভাপতি আতাউর রহমান টিপু, বিএনপি নেতা মির্জা শহিদুল আলম কিরণ ও আতাউর রহমান লাল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন
সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, বিএনপি নেতা আহম্মদ আলী প্রামানিক লাটু, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন, ডাক্তার আব্দুস সালাম, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, মোহাম্মদ আলী টুকু, সিদ্দিক প্রাং, আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু রহমান পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাসসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গণসমাবেশে সুজানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী টুকু, হারুন মন্ডল, তোফাজ্জল হোসেন তোফা, ভঁায়না ইউনিয়ন বিএনপি নেতা সান্টু, উপজেলা তঁাতিদল নেতা আসাদুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আযম শফি, আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, সদস্য সচিব বিপুল প্রামানিক, স্বেচ্ছাসেবকদল নেতা রমজান মন্ডল, উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজাহারুল ইসলাম, আব্দুস সবুর জয়সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।এর আগে গণ সমাবেশে যোগ দিতে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে গণ সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।