July 16, 2025, 1:33 am
এম এ আলিম রিপন,সুজানগর : ঐতিহ্যবাহী পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বিশ্বাসের চাকরির বয়সসীমা শেষ হওয়ায় ১৪ই জুলাই সোমবার তিনি অবসর গ্রহণ করায় প্রচলিত বিধি মোতাবেক ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে আব্দুর রাজ্জাকের উপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।
সোমবার বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাসের কাছ থেকে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আব্দুর রাজ্জাক দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৯৮ সালের ২৫ মে আব্দুর রাজ্জাক ওই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। তার নিজ বাড়ি পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি তার ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অভিনন্দন জানানোর পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও বিদ্যালয়টির গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা রাখেন।