July 14, 2025, 10:43 pm
আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন- বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। তিনি বলেন-
বৃক্ষরোপণ শুধু পরিবেশ সুরক্ষার জন্যই নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদও বটে। প্রতিটি গাছের চারা ভবিষ্যতের জন্য অর্থ, খাদ্য, এবং পরিবেশগত সুরক্ষার ভিত্তি স্থাপন করে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা পাড়ের নবনির্মিত ইটের রাস্তা এবং সৌন্দর্য বর্ধনে ও পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ভিশন
বাংলাদেশ ও সিসিডিবির সহযোগিতায় বিলের হাতিলেইট অংশের পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় ডিসি মুফিদুল আলম বিলের পাড়ে আনুষ্ঠানিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে আরো বলেন- গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা পরিবেশকে নির্মল রাখতে সহায়ক। এছাড়াও, গাছপালা ভূমি ক্ষয় রোধ করে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জানিয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম , প্রত্যেক নাগরিককে উন্নয়নের সহযোগী হিসেবে দেশের জন্য কাজ করতে। প্রতিটি বৃক্ষের চারাই আগামীর সম্পদ। তাই এলাকার স্বার্থে এ গাছ রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)মেহেরুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়ার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই, সিসিডির ম্যানেজার পিটার সরকার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাহসিনুল আবরার লিছান ও শিক্ষার্থী ইমরান হাসান প্রমুখ।