July 15, 2025, 11:35 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে পলিথিনবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ ও এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) এ অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী রহমতপুর বাজারে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি এক প্রতিষ্ঠানের মালিককে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন একজন পরিবেশ পরিদর্শক। এ সময় বাজারের ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার না করার জন্য সচেতন করা হয় এবং বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়।
এছাড়া রহমতপুর এলাকার ঐতিহ্যবাহী রাজার খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাজার কমিটিকে নির্দেশনা দেন ইউএনও ফারুক আহমেদ।
তিনি বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পলিথিনমুক্ত পরিবেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”