July 16, 2025, 1:36 am
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজার খালে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও পচা কাঁচামাল ফেলার কারণে খালটি দূষিত হয়ে পড়ে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের জন্ম দেয় এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজপোর্টালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এমন অবস্থায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ জনদুর্ভোগ লাঘব ও পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সরেজমিনে রহমতপুর বাজার এলাকা ও রাজার খাল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন।
পরবর্তীতে রহমতপুর বাজারে ময়লা-আবর্জনা পরিষ্কার করার কার্যক্রম পরিচালিত হয়। বাজার সংলগ্ন খালপাড় এবং রাস্তার আশেপাশের অংশ পরিষ্কার করা হয়। এ সময় স্থানীয় জনসাধারণের পাশাপাশি বাজার কমিটির নেতৃবৃন্দও সরাসরি অংশগ্রহণ করেন।
এ অভিযানে উপস্থিত ছিলেন রহমতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, বাজারের বিভিন্ন দোকান মালিক, ফল ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা। তারা ইউএনও মহোদয়ের এমন পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাজার ও খাল পরিষ্কার রাখতে নিয়মিত অংশগ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়রা মনে করছেন, এই অভিযান শুধু খাল বা বাজার পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি বার্তা—“পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব”। জনসচেতনতা ও প্রশাসনিক উদ্যোগের সমন্বয়েই গড়ে উঠবে পরিচ্ছন্ন ও বাসযোগ্য একটি অঞ্চল।
জনগণের পক্ষ থেকে ইউএনও মোঃ ফারুক আহমেদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।