July 15, 2025, 11:03 pm
বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার পৃথক অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে মোট ২৬৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা ও জালনোটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত ১৪ জুলাই বিকেলে নগরীর ২৬নং ওয়ার্ডের কালিজিরা ব্রীজের পূর্ব পাড়ে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালায় গোয়েন্দা শাখা। এ সময় সাতক্ষীরা জেলার আশাশুনি থানার নূরের চালা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৩৫) কে ২২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে কালিজিরা এলাকার করিম মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
অপরদিকে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন রুপাতলী হাউজিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা এবং ৩০০০ টাকার জালনোটসহ আটক করা হয় তিনজনকে। তারা হলেন – বরিশালের দক্ষিণ কড়াপুর গ্রামের ফারুক হাওলাদার, ঝালকাঠী পৌরসভার ৬নং ওয়ার্ডের শাকিল খান সেন্টু ও সদর উপজেলার হরিনা ফুলিয়া এলাকার মারুফা আক্তার।
বিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।