July 15, 2025, 9:26 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামে ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’—তরুণদের হৃদয়ে বিপ্লবের আলোর রেখা ভালুকায় উচ্ছে-দের পর ফের ব্যবসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফুটপাতের দোকানিরা চসিকের নতুন পরিচ্ছন্নতা ছ-ক: চলবে না আর ময়লার নামে লু-টপাট যশোরে অ-গ্নিকাণ্ডে ক্ষ-তিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা মধুপুরে ক্রয়কৃত জমিতে যেতে বাঁ-ধা প্রদান সহ হুম-কির অভি-যোগ দেশে ১০ মাসে ৩৫৫৪ খু-ন, ৪১০৫ ধ-র্ষণ ও ৮১৯ জনকে অ-পহরণ জনমনে আত-ঙ্ক সুজানগরে বিএনপির সংঘ-র্ষের ঘটনায় ১২নেতাকর্মী কা-রাগারে,অপর মাম-লার প্রধান আসা-মী আ-টক সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন দলকে সুসংগঠিত ও শক্তিশালী করবে- আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু গোদাগাড়ীর দেওপাড়া ইউপি চেয়ারম্যান যখন মাদ-ক বিরো-ধী অভি-যান পরিচালনা করে
চট্টগ্রামে চাঁ-দাবাজি ও সন্ত্রা-সের বিরু-দ্ধে বিএনপি বিক্ষো-ভ মিছিল

চট্টগ্রামে চাঁ-দাবাজি ও সন্ত্রা-সের বিরু-দ্ধে বিএনপি বিক্ষো-ভ মিছিল

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

দমন–পীড়ন, ষড়যন্ত্র, গুজব আর রাষ্ট্রীয় অপপ্রচারের জবাব দিতে রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফ্যাসিবাদী শাসনের ছায়ায় গণতন্ত্রবিনাশী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড়জুড়ে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট (চপই) এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। টেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে রুবি গেইট, বেবি সুপার এলাকা ঘুরে পুনরায় টেকনিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল ঘিরে এলাকাজুড়ে ছিলো কঠোর উত্তেজনা ও জনতার ব্যাপক উপস্থিতি।

বিএনপির নেতৃবৃন্দ বলেন—

“দেশ আজ ভয়ংকর দুঃশাসনের কবলে। ভোটহীন সরকারের মদদপুষ্ট সন্ত্রাস, চাঁদাবাজি ও গুজব এখন গণতন্ত্রের বড় শত্রু। যারা জনগণের রায়ের তোয়াক্কা করে না, তারা আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত।”

তারা আরও বলেন, সরকারের একের পর এক অপপ্রচার ও গোপন প্রোপাগান্ডার জবাবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ক্ষমতাসীন মহল একে দমনে মরিয়া হয়ে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষণ বলছে:
এই ধরনের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি বিএনপির সাংগঠনিক সক্রিয়তা এবং মাঠপর্যায়ে পুনরাবির্ভাবেরই ইঙ্গিত বহন করছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের আস্থাহীনতা এবং চাঁদাবাজ-দখলদার সিন্ডিকেটের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভই এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।

সমাবেশে গুরুত্বপূর্ণ ভুমিকায় থেকে
বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—
যুবদল নেতা মিজানুর রহমান মিজান,দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল মুন্না,সদস্য কামরুল ইসলাম আকাশ,বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম,ছাত্রনেতা মাহমুদ প্রমুখ।

নেতৃবৃন্দ একযোগে বলেন, “দুর্নীতিবাজ-দখলদার-গুজববাজ সিন্ডিকেটের ছত্রছায়ায় দেশ চলছে। এই বাস্তবতায় জনগণের একমাত্র আশা বিএনপি।”

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD