July 15, 2025, 9:49 pm
আঃ সালাম,
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ অবৈধভাবে দখল করে কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল খালেককে মারপিট ও নির্যাতন করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হাসানের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক লিখিত অভিযোগে কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক জানান, গতকাল সোমবার সকালে গেট দিয়ে কলেজে ঢোকার সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হাসান ও তার লোকজন পরিকল্পিতভাবে প্রবেশ পথে বাঁধা দেয় তাকে। এ সময় অধ্যক্ষ খালেক কলেজে ঢোকার চেষ্টা করলে শামীম হাসানের পেটুয়া বাহিনী অধ্যক্ষ খালেককে শারীরিকভাবে ব্যাপক মারপিট ও নির্যাতন চালায়। এ ঘটনায় অধ্যক্ষ সহ তার সহধর্মিণী ও মেয়ে আহত হন।
অধ্যক্ষ আরোও অভিযোগ করেন, রাজনৈতিক পর্টপরিবর্তনের পর থেকে হুমকি ও মারপিটের ভয় দেখিয়ে বেআইনী ভাবে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিধি লঙ্ঘন করে অবৈধ রেজুলেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন কলেজ শিক্ষক শামীম হাসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজে ২০১৯ বিধির ৪ এর ২ এর ২ ধারা অনুযায়ী কলেজে যে সমস্ত বিষয়ের উপর ডিগ্রি কোর্স অনুমোদন পাবে, সেই সমস্ত বিষয়ের শিক্ষকেরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকের দায়িত্ব গ্রহন করতে পারবেন। তিনি এই বিধি ভঙ্গ করে অবৈধ রেজুলেশনের মাধ্যমে জোরপূর্বক দায়িত্বভার গ্রহন করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও অবৈধ ক্ষমতা পেয়ে বিনা কারণে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে বিভিন্ন অযুহাতে গত ১০ মাস ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিধি ১৭ এর খ ধারার ‘গ’ আইন মোতাবেক অবৈধভাবে বরখাস্ত করে আমাকে কলেজে প্রবেশ করতে দিচ্ছেন না কথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হাসান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হাসান এ ব্যাপারে মারপিটের ঘটনা অস্বীকার করে তিনি জানান, বেসরকারি বিধি অনুসরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেছে। তারপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি।
কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট আরজ আলী জানান, কলেজে দুই অধ্যক্ষের পদ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরামর্শে সমাধানের চেষ্টা করা হবে।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, এ ঘটনা আমি কলেজ সভাপতিকে অবহিত করেছি। খুব শীঘ্রই বিষয়টা মীমাংসা হয়ে যাবে বলে আশা করছি।