July 16, 2025, 1:47 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ০৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছেন ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন।
মাদককে_না_বলুন মাদকমুক্ত_সমাজ গড়ি এ প্রতিবাদ্যকে সামনে রেখে ১৫ জুলাই ২০২৫ (মঙ্গলবার) সকালে উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সকল গ্রামে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়া আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি।
এ অভিযানে অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গ্রাম প্রধানগণ। তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করেন।
কর্মসূচির অংশ হিসেবে গ্রামে গ্রামে গিয়ে মাদকের ভয়াবহতা এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। বক্তারা মাদকসেবন ও মাদক ব্যবসার সামাজিক ও পারিবারিক ক্ষতির দিক তুলে ধরে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।