July 15, 2025, 11:16 pm
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনে এর প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল। আরো বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক ইমাম হোসেন ফারুক।
সমাবেশে দেওয়া বক্তব্যে তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ জামায়েত ইসলামের বিভিন্ন ষড়যন্ত্রমুলক অপপ্রচার এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বক্তব্য রাখেন বক্তারা৷ তারা বলেন, ‘জামায়াত-শিবির যে উদ্দেশ্যে মাঠে নেমেছে সেই উদ্দেশ্য আমরা নস্যাৎ করে দেবো। যারা ইসলামের নাম বিক্রি করে, বেহেশতের টিকিট বিক্রি করে তাদের ঠাঁই এই বাংলায় হবে না। দেশের প্রয়োজনে কোনো আপোষ হবে না৷ আপনাদের (জামায়াত-শিবির) যদি প্রয়োজন হয় আপনারা পাকিস্তান যোগাযোগ করতে পারেন। পাকিস্তান এম্বাসিতে আপনারা যোগাযোগ করুন, নির্বাচনের পর আপনারা এই দেশে থাকতে পারবেন কিনা। পাকিস্তান আপনাদেরকে গ্রহণ করবে কিনা এটা জিজ্ঞেস করে নিবেন। আমাদের মধ্যে দরদ রয়েছে। আমরা আপনাদেরকে রোহিঙ্গা ক্যাম্প এর মত আলাদা ক্যাম্প করে সেখানে পাঠিয়ে দেব। স্বাধীন বাংলাদেশে কোনো দালালি চলবে না।”
বক্তারা আরো বলেন, “এ দেশে জামায়াত শিবিরের কাজই দেশে অস্থিতিশীল পরিবেশ ও সংঘাত তৈরী করা। মব সৃষ্টিকারী কিংবা স্বাধীনতা বিরোধী কেউ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না৷ বাংলাদেশের একমাত্র প্রাণ আমাদের নেতা তারেক রহমান। একসময় ঐ সংগঠন (জামায়াত ইসলামী) আওয়ামীলীগের সাথে ছিলো। কুমিল্লায় তারা কোনো রাজনীতি করতে পারবে না।”
এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালমান সাঈদ, রায়হান চৌধুরী, ইমদাদুল হক শিফন, শাহ কামাল, নজির আহমেদ, আলমগীর হোসেন, সুমন মিয়া, তোফায়েল আহমেদ পাটোয়ারী। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনসুর নেজামী, এনামুল হক সরকার, আব্দুর রহিম সুজন, আহমাদুল্লাহ খন্দকার, সোহরাব হোসেন, ফরহাদ উদ্দিন, হুমায়ুন কবির, কামাল হোসেন, জহিরুল ইসলাম তৌফিক, সারোয়ার মোর্শেদ নান্নু, আবুল বাশার, ইসমাইল হোসেন, ইমরান হোসেন, গাজী সুমন, ইয়াসিন হোসেন। আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আকতারুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাসুক, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব কিবরিয়া জুয়েল। চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন। নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ। মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাহার, সদস্য সচিব আনোয়ার হোসেন। বুড়িচং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলিম। ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন, আব্দুল আল মাহমুদ অপু সহ আরো অনেকে।
এর আগে কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জমায়েত হতে থাকে। তারা বিক্ষোভ মিছিলে ‘জামায়াত-শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়; ‘আ.লীগ গেছে দিল্লীতে, জামায়াত যাবে পিণ্ডিতে’ সহ বিভিন্ন স্লোগান তুলে৷ এসময়, প্রায় সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।