২,৮৫০ পিস ইয়া-বাসহ দুই মাদ-ক পা-চারকারী গ্রে-ফতার

শহিদুল ইসলাম,
চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ২,৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চল।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি’র উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার।

গ্রেফতারকৃতরা হলেন—১. রোকসানা বেগম (৪২), স্বামী সামশুল আলম, সাং: দক্ষিণ দিক্কুল, ঝিলংজা, কক্সবাজার সদর। তার কাছ থেকে ২,১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আগেও ইয়াবা পাচারের মামলায় অভিযুক্ত ছিলেন।২. নুর ইসলাম (২৭), রোহিঙ্গা নাগরিক, সাং: কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। তার নিকট থেকে উদ্ধার করা হয় ৭০০ পিস ইয়াবা।

ডিএনসি সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *