July 14, 2025, 10:32 pm
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।
অসীম কর্মকারকে আহবায়ক ও সিদ্ধার্থ মন্ডলকে সদস্য সচিব করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেছারাবাদ উপজেলা পূর্ণাঙ্গ আহবায় কমিটি ঘোষণা করায় বিএনপি নেতা কর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা এই কমিটিতে আওয়ামীলীগ ও তার দোসর জাসদ এর লোক পূনর্বাসনের অভিযোগ এনে জেলা নেতৃবৃন্দের কাছে অনতিবিলম্বে এই কমিটি বাতিল জানিয়েছে।
এদিকে পূজা ফ্রন্টের পিরোজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক সুজিত সরকার সোশাল মিডিয়ায় এসে এক বার্তায় জানিয়েছেন। সকলের অবগতির জন্য জানানো যাইতেছে গত ১০/০৭/২০২৫ তারিখে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেছারাবাদ উপজেলা একটি কমিটি প্রকাশ করা হয় ঐ কমিটি সম্পর্কে আমি অবগত নয়।
ঐ নবগঠিত কমিটির একজন সদস্য বিধান মন্ডল বলেন, শুনেছি আমাকে সদস্য রাখা হয়েছে কিন্তু এই কমিটির বিষয়ে আমি কিছু জানিনা এটা একটা আওয়ামীলীগের বানানো কমিটি এই কমিটি আমরা মানিনা। সিদ্ধার্থ মন্ডল সে তো একজন বড় আওয়ামিলীগের নেতা।
এ বিষয়ে নবগঠিত কমিটির সদস্য সচিব সিদ্ধার্থ বলেন, আসলে যারা কমিটিতে আসতে পারেনাই তারাই মুলত এই অভিযোগটি তুলেছেন। সম্পূর্ন গঠন তান্ত্রিক ভাবেই বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়েছে। আর আমি জাসদের সদস্য ছিলাম আওয়ামিলীগের না।
ঐ কমিটির আহবায়ক অসীম কর্মকার বলেন, পিরোজপুর জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক এর উপস্থিতে এবং নেছারাবাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে সুতারং এখানে কারো আপত্তি থাকার কথা না, হয়তো যারা এই কমিটিতে আসতে পারেনায় তারা কথা গুলো বলে বেড়াচ্ছেন। তবে সেদিন উপজেলার সকল মন্দিরের লোকজন উপস্থিত থাকলে ভালো হতো।
জেলা যুগ্ন আহবায়ক সুজিত সরকার বলেন,এই কমিটিটা আসলে একটা অসাংগঠনিক কমিটি হয়েছে। আমি পিরোজপুর জেলা কমিটিকে আহবান করবো একটা সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদীর আদর্শমনা লোক এই সংগঠনে আসুক কোন আওয়ামিলীগ বা তাদের দোসররা এই কমিটিতে না আসতে পারে সেজন্য এই কমিটি বিলুপ্তি করে সম্মেলনের মাধ্যমে একটা কমিটি উপহার দেউক।
পিরোজপুর জেলা পূজা ফ্রন্ট এর সভাপতি দীলিপ কুমার মিস্ত্রী বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে একটা আহবায়ক কমিটি করা হয়েছে। আবার এই কমিটি ইউনিয়ন কমিটি গঠন করবে এর পর সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হবে।সুতারং এখানে রাগ বা ক্ষোভের কিছু দেখছি না। আমরাও চাই সম্মেলনের মাধ্যমে যখন উপজেলা কমিটি গঠন করা হবে তখন জাতীয়তাবাদী আদর্শের লোকগিলো কমিটিতে আসুক।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।