July 13, 2025, 8:42 pm
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে খানকায়ে মোহেব্বিয়া ছালেহিয়া দারুসসুন্নাত দীনিয়া মাদ্রাসায় আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বাদ জোহর বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান লিমনের আয়োজনে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মাদরাসার ছাত্রদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মহাকাল সম্পাদক আহমেদ কাওসার ক্ষৌনিশ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, দৈনিক নয়া শতাব্দীর মোঃ মাসুদ সিকদার, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, মাই টিভির মোঃ মিজানুর রহমান, মোহনা টিভির সাখাওয়াত হোসেন, দৈনিক ভোরের ডাকের জাহিদুল ইসলাম, দৈনিক দক্ষিণবঙ্গের এইচ এম কামাল মৃধা, তালাশ বিডির মোঃ আশিকুর রহমান প্রমূখ।
দোয়া-মিলাদের পূর্বে মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমের কর্মময় জীবন তুলে উপস্থিত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। পরে মোনাজাত পরিচালনা করেন বাকেরগঞ্জ খানকায়ে মোহেব্বিয়া ছালেহিয়া দারুসসুন্নাত দীনিয়া মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আবদুর রহিম।