বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে অটোচালকদের ভাড়া নৈরা-জ্য, যাত্রীরা অতি-ষ্ঠ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯নং ওয়ার্ডের রহমতপুর ব্রিজ থেকে মোহনগঞ্জ বাজার পর্যন্ত মাত্র ২ কিলোমিটার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশাচালকদের অতিরিক্ত ভাড়া আদায়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ যাত্রীদের।
অভিযোগ উঠেছে, যাত্রীরা অর্ধেক পথ নামলেও গন্তব্যে যাওয়া না যাওয়া নির্বিশেষে সম্পূর্ণ রুটের ১০ টাকা ভাড়া গুণতে বাধ্য হচ্ছেন। নির্ধারিত কোনো ভাড়ার তালিকা না থাকা এবং নিয়মিত প্রশাসনিক তদারকি না থাকায় অটোচালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, “মাত্র ২ কিলোমিটার রাস্তার জন্য ১০ টাকা ভাড়া আদায় করা অন্যায়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, দিনমজুর ও বয়স্কদের জন্য এটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
তারা আরও অভিযোগ করেন, কেউ অর্ধেক পথেও নেমে গেলেও ভাড়া কমানো হয় না বরং জোরপূর্বক পুরো ভাড়া আদায় করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি ও একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত তদারকির দাবি উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে।
প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *