July 13, 2025, 9:34 pm
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ২০০৬ সালের ১১ জুলাই ট্রেনের ধাক্কায় বাসের ৩৫ জন যাত্রী নি/হত হন । এতে আহত হয়েছিলেন আরও ৩০ জন ।
সেদিন ছিলো সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ওই দিন সকাল সাড়ে ১০ টার দিকে আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে । অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল যাত্রীবাহী বাসটি । রেললাইনের ওপরই হঠাৎ বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যায় । এর মধ্যেই খুলনা গামী রূপসা এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসে । চোখের নিমিষে লন্ডভন্ড হয়ে যায় খেয়া পরিবহনের বাসটি । দূর্ঘটনাস্থলে মারা যায় ২৫ জন ।
আক্কেলপুর কলেজ মাঠে একসঙ্গে ১১ জনের জানাজা অনুষ্ঠিত হয় ।আক্কেলপুর পৌরসভা সাত দিনের শোক ঘোষণা করে। এখনো এই স্থানে কোনো স্মৃতিফলক নির্মিত হয়নি।