মেয়ে ঐশী খানের সম্পদের হিসাব চেয়ে শাজাহান খানের বাসভবনের দরজায় দুদকের নো-টিশ

আরিফুর রহমান, মাদারীপুর ||

দুর্নীতির অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের কন্যা ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় নোটিশটি টানিয়ে দেয় দুদক। নোটিশ প্রদানের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ও থানা পুলিশের উপস্থিতিতে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানকে তার স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণ বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী জমা না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, দুদকের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা পড়ে, যাতে বলা হয়—দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ঐশী খান। অভিযোগ যাচাই–বাছাই শেষে তাকে দুদকে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তিনি হাজির না হওয়ায়, দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জুয়েল আহম্মেদের নেতৃত্বে একটি দল মাদারীপুরে এসে তার বাসভবনের দরজায় আনুষ্ঠানিকভাবে নোটিশটি টানিয়ে দেয়।

দুদক জানিয়েছে, সম্পদের হিসাব দাখিল না করলে ঐশী খানের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা হবে।

প্রতিবেদক: আরিফুর রহমান, মাদারীপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *