বিদা-য়ের আবেগে আপ্লুত আগৈলঝাড়ার ইউএনও, চোখের জ-লে বিদায়ী সংবর্ধনা

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

১০ জুলাই বৃহস্পতিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষো যেন রূপ নিল এক আবেগঘন মিলনমেলায়। শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিময়তায় বিদায় জানানো হলো বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌকস নির্বাহী অফিসার ফারিহা তানজিন-কে। মঞ্চের আবহ ছিল ব্যতিক্রম। কোথাও চোখের কোণে জল, কোথাও প্রিয়জনের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবার মুখে এক কথাই আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন শুধু একজন প্রশাসক ছিলেন না, ছিলেন ভালো মানুষ ও আগৈলঝাড়ার সকলের আপনজন।” উপজেলার রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, সাংবাদিক এবং শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিদের কাছেও ছিলেন একজন ভালো মানুষ। বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন বিদায়ী ইউএনও-র কর্মযজ্ঞ ও মানবিকতার নানা দিক। নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। তিনি বলেন, আগৈলঝাড়া শুধু আমার কর্মক্ষেত্র ছিল না, ছিল আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে। এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অনুষ্ঠানে উপস্থাপিত হয় বিদায়ী ইউএনও-র কর্মকাণ্ডের নানা দিক৷ ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননাপত্রের মাধ্যমে জানানো হয় কৃতজ্ঞতা। অনেকের চোখেই ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল গর্বের—একজন ভালো কর্মকর্তাকে যথাযথ বিদায় জানানোর গর্ব। উপজেলা পরিষদের সভাকক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, কৃষি কর্মকর্তা পিজুষ রায়, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাসহ অন্যান্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *