বরিশাল বোর্ডের ১৬ স্কুলে শতভাগ ফে-ল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার ১৬ টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। এছাড়া ১৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫০২ টি বিদ্যালয়ের মধ্যে ১৬ টি বিদ্যালয় শতভাগ ফেল করেছে। এরমধ্যে বরিশাল জেলায় ১ টি, পটুয়াখালীতে ৪ টি,পিরোজপুরে ২ টি, ঝালকাঠিতে ৪ টি, ভোলায় ৩ টি ও বরগুনায় ২ টি বিদ্যালয় রয়েছে। এছাড়া ১৭ টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে, যার মধ্যে বরিশাল জেলায় ৬ টি, পটুয়াখালীতে ৩ টি,পিরোজপুরে ৭ টি, ভোলায় ১ টি ও বরগুনা ও ঝালকাঠিতে শতভাগ পাশ করা স্কুল একটিও নেই।

এদিকে এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

এক পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলে এমন অবস্থার কারন বেশির ভাগ শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করেন তারা ইংরেজি ও গনিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এমন অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *