বঙ্গোপসাগরে ট্রলার ডু-বি ১২ জনার ৯ জনকে জী-বিত উদ্ধার

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে পায়রা চ্যানেলের শেষ বয়ার কাছে ০৬/০৭/২০২৫ তারিখ ১২ জন জেলে সহ ডুবে যায় ‘এফবি সাইফুল’ নামের একটি মাছ ধরার ট্রলার।
টানা ৪ দিন পর সাগর থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩ জন। জানা গেছে উদ্ধার হওয়া ৯ জন জেলে সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা, রাঙ্গাবালীর নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ৯ জনকে জীবিত উদ্ধার করে চরমোন্তাজ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ট্রলারে মাঝি জানান,গত ০৬ তারিখ (রবিবার) বৈরী আবহাওয়া সাগরে উত্তাল ঢেউ থাকায় ১২ জন সহ ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়ার পরে চারদিন পরে ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছ এখনয় ৩ জন নিখোঁজ আছে তারা বেচে আছে কিনা তা আমরা জানি না।

রাঙ্গাবালীর (চরমোন্তাজ) নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলাম জানান স্থানীয় জেলেরা সাগর থেকে আসার পথে তাদেরকে ভাসতে দেখে আমাদেরকে সংবাদে দেয় আমরা গিয়ে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি এবং স্বজনদের খবর দিয়েছি। স্বজনরা আসলে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *