খাগড়াছড়ি প্রতিনিধি।
সেতুবন্ধন বৌদ্ধ ম্যাগাজিন দীর্ঘ বহু বছর ধরে প্রকাশিত হয়ে আসছে।মংশি মারমা এই ম্যাগাজিনের নিয়মিত গ্রহক এবং শুভাকাঙ্ক্ষী ছিলেন।এই ম্যাজিনের উন্নয়নে মংশি মারমা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছেন।
ম্যাজিনের সম্পাদক বসুমিত্র বড়ুয়া বলেন,মংশি মারমা সব সময় এই ম্যাগাজিনের সাথে ছিলেন তিনি একজন শিক্ষানুরাগী,এবং ধর্মানুরাগী মানুষ। তিনি সবসময়ই ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে থাকেন।এই ধারাবাহিকতায় তাঁকে আজকে আমাদের ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।
এ সময় মংশি মারমাকে সম্মাননা স্বারক ও প্রসংশাপত্র প্রধান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ভাইবোনছড়া কলেজ এর অধ্যক্ষ সবিনয় চাকমা,আম্রা মারমা,মংনুপ্রু মারমাসহ আরো অনেকে।
উপস্থিত সকলেই এ ধরনের কাজের প্রসংশা করেন
Leave a Reply