সুনামগঞ্জ ডিবি পুলিশের অভি-যানে ৩০০ বোতল ম-দসহ একজন গ্রেফ-তার

কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশৎঅভিযানে দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । এতে স্থানীয় লোকজন গ্রেপ্তারের সহযোগিতা করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল হাকিম (৩০)। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন ডলুরা (উত্তর শহীদ মিনার) এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে ডিবি পুলিশের একটি টিম নিয়মিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে থাকা অবস্থায় সংবাদ পায় যে, সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম হাজীপাড়াস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে রাস্তার পাশে একজন ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এই সংবাদ পেয়ে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহায়তায় মোঃ আব্দুল হাকিমকে গ্রেফতার করে নেওয়া হয়। এসময় আসামির হেফাজতে থাকা তিনটি রেক্সিনের ব্যাগ তল্লাশি করে প্রতিটি ব্যাগে ১০০টি করে সর্বমোট ৩০০টি সাদা প্লাস্টিক বোতলে ভরা দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ১০৫ লিটার। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত মোঃ আব্দুল হাকিমের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *