July 14, 2025, 2:16 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মনিরুল ইসলামকে লোহার হাতুড়ী দিয়ে পিটিয়ে
হত্যার ঘটনায় প্রধান আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ জুলাই মনিরুল ইসলামকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোদাগাড়ীর দেলসাদপুর গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৬০), আকবর আলী (২৮), বাবর আলী (১৯), নারায়নপুর গ্রামের মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), মোঃ হানিফ (২৯) ও মোঃ রমজান আলী (২০)।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম (৪৭) একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। গত ৬ জুলাই রাত ৯টার দিকে তিনি জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় গোদাগাড়ী থানাধীন আইহাই (রাহি ) গ্রামস্থ সাগরা মোড়ে পৌছালে আশরাফুল ইসলামসহ তার সহযোগীরা পূর্ব-পরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতার জেরে হাতে হাতুড়ী, বাঁশের লাঠি, লোহার রডসহ মনিরুলের পথরোধ করে এলোপাথারী ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। মনিরুলকে গ্রামের অন্যান্য লোকজন বাঁচাতে গেলে তাদেরকেও বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায় হামলাকারীরা।
পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মনিরুল দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় গোদাগাড়ী থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। কিন্তু তার আগেই আসামীরা সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
এরই মধ্যে আসামীদের গ্রেফতারে র্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল আসামীদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। তারই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীদেরকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী