July 14, 2025, 7:19 pm
মহিউদ্দিন চৌধুরী।।
পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে শীল বাড়ির একটি চলাচল পথে বাউন্ডারি দেওয়ার অভিযোগ ওঠেছে। এ কারণে বাড়িতে আসা যাওয়ায় দুর্ভোগ সৃষ্টি করে উল্টো বিভিন্ন হুমকি ধমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা মিলন শীল পরিবার পরিজন পৈতিক ভিটিতে থাকেন। একই বাড়ির যদু শীলের পুত্ররা বহিরাগত লোক ভাড়া করে চলাচল পথে গত ২৬ জুন জোরপুর্বক একটি বাউন্ডারি দেন। এ কারণে বাড়ির অন্য লোকেরা অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন। ঘটনার পর বলরাম চন্দ্র শীলের পুত্র বিমল চন্দ্র শীল পটিয়া থানায় প্রতিপক্ষ যদু শীল, যদু শীলের পুত্র প্রণব শীল, রানা শীলের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
মিলন চন্দ্র শীল অভিযোগ করে করেন, প্রতিপক্ষ বাড়ির চলাচলের পথটি জোরপূর্বক দখল করে একটি পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। তিনি ঢাকায় কর্মরত থাকায় বাধা দিতে পারেনি। বিবাদীরা প্রায় সময় গালিগালাজ ও ধারালো দা এবং গাছের লাঠি নিয়ে মারতে তেড়ে আসে।
স্থানীয় ইউপি মেম্বার রনজিত চৌধুরীর মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে ছিল। ইউপি মেম্বারের সিদ্ধান্ত দেওয়ার আগে জোরপূর্বক চলাচল পথে বাউন্ডারি ওয়াল দিয়ে অবরুদ্ধ করা হয়েছে।
মিলন শীল এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। যার কারনে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, হাইদগাঁও ইউনিয়নে চলাচল পথ বন্ধ করে পাকা ওয়াল করা বিষয়ে একটা অভিযোগ তদন্ত চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।